শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবারই তার করােনা রিপাের্ট নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার তাকে সরানাে হল নন কোভিড ওয়ার্ডে।
বুধবার রাতে ভালাে ঘুম হয়েছে তার। তাকে মিউজিক থেরাপি দেওয়া হয়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, আমাকে যদি চলে যাওয়ার সময় দুটো বই বেছে নিতে বলা হয়, তাহলে একটা অবশ্যই গীতবিতান এবং অন্যটি সুকুমার রায়ের আবােলতাবােল।
তার মিউজিক থেরাপির মধ্যে ছিল রবীন্দ্রনাথের গান। হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফিজিও থেরাপিও করা হয়েছে। এদিন ডাক্তাররা কথা বললে, তিনি তাতে সাড়াও দিয়েছেন। যা ডাক্তারদের কাছে ইতিবাচক লক্ষণ। তবে এখনও তার শারীরিক অস্থিরতা রয়েছে। তাই পুরােপুরি সংকটমুক্ত বলা যাবে না সৌমিত্রবাবুকে।