সোনারপুর কলেজে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে অনুষ্ঠানের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ

সংগৃহীত চিত্র

সোনারপুর কলেজের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রনেতার নাম শুভজিৎ ঘোষ ওরফে বুড়ো। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের ছাত্রছাত্রীরা সোনারপুর থানায় অভিযুক্ত বুড়ো ওরফে শুভজিৎ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি তৃণমূল ছাত্রপরিষদ ইউনিটের প্রেসিডেন্ট। তিনি কলেজ পাশ করে গেলেও ক্ষমতার জোরে এখনও এই পদে বহাল রয়েছেন। এমনকি কলেজের গভর্নিং বডির মিটিংয়েও অংশগ্রহণ করছেন। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিপুল অঙ্কের টাকা নয়ছয় ধরা পড়েছে। যা খতিয়ে দেখতে গিয়ে নাম উঠে এসেছে কলেজের ‘বহিরাগত’ এই যুবকের। পড়ুয়াদের মতে এই গরমিল হওয়া টাকার পরিমাণ প্রায় আড়াই লক্ষ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ওই কলেজের ছাত্র ছাত্রীরা। অভিযোগ, কীভাবে একজন ‘বহিরাগত’ কলেজের অনুষ্ঠানের টাকা তছরুপ করতে পারেন?


পড়ুয়ারা দাবি করেন, ‘অতীতে যখন প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায় গভর্নিং বডির সভাপতি ছিলেন, তখন এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। তাঁকে জোর করে না জানিয়েই সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে অভিযুক্তরা গভর্নিং বডিতে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।’ বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র জীবনবাবুর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা মানহানির মামলা করেন। যার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিক অবস্থারও অবনতি ঘটে।

উল্লেখ্য, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র সোনারপুর মহাবিদ্যালয়ের সভাপতি। রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পল্লব কুমার দাস এই কলেজের পরিচালন কমিটির সদস্য। এছাড়া রাজপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম ভট্টাচার্যও এই কলেজের পরিচালন সমিতির সদস্য।