সদ্যপ্রয়াত রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে কলকাতা পুরভোটে প্রার্থী করছে তৃণমূল। অন্যদিকে এবার বাদ পড়লেন সুদর্শনা মুখোপাধ্যায়। তনিমা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যদিও তিনি কোনও পদে ছিলেন না।
এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ঢুকে পড়লেন প্রয়াত মন্ত্রীর বোন। সুদর্শনা আচমকাই প্রার্থী হয়েছিলেন। গড়িয়াহাটের মতো এলাকায় সুদর্শনার প্রার্থী হওয়া রীতিমতো চমকপ্রদ ছিল।
পেশায় সাংবাদিক সুদর্শনা রাজনৈতিকভাবে সুব্রত মুখোপাধ্যায়ের অনুগামী বলেই পরিচিত। সেই সুদর্শনা এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নেই বলে জানা যাচ্ছে।
তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন প্রাক্তন কাউন্সিলর স্মিতা বক্সি, রতন মালকার। প্রার্থী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু, মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা পাঁজা। বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা এবার পুরভোটে লড়বেন।
এবারও টিকিট পাচ্ছেন প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহের পুত্র ও কন্যা। সাংসদ শান্তনু সেন বাদ পড়লেও তাঁর স্ত্রী কাকলী সেন প্রার্থী হচ্ছেন। প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে প্রার্থী হচ্ছেন।