• facebook
  • twitter
Monday, 7 April, 2025

মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিভ্রাট, ধীর গতিতে চলছে ট্রেন

সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে থাকা স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা গিয়েছিল।

প্রতীকী চিত্র।

সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন চলাচল ব্যাহত। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিভ্রাটের ঘটনা ঘটল। সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে থাকা স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা গিয়েছিল। বেশ কিছুক্ষণ ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ট্রেন চালায় পূর্ব রেল। সেই সময় ট্রেনের গতি অত্যন্ত ধীর ছিল। অবশেষে ৯টা নাগাদ এই ত্রুটি মেরামত করা হয়। সিগন্যাল বিভ্রাটের জেরে শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়।

সপ্তাহের প্রথম কাজে দিন রাস্তায় বেরিয়ে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। মাঝেরহাট, আলিপুর, বজবজ, টালিগঞ্জের মতো একের পর এক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করেন অনেকেই। বেশ কিছু সময় পর পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়।