ছানা খেয়ে একই পরিবারের ১০ জন সদস্য অসুস্থ যাদের মধ্যে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
স্থানীয়দের দাবি ছানায় বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। কালনার ২৭ জুন পরিবারের প্রামানিক ছানা সদস্যরা খেয়েছিলেন।
অভিযোগ তার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন।ওই দিন রাতেই প্রামানিক পরিবারের ১০ জন সদস্য বমি , পেটের সমস্যা , পেট ব্যাথা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হন।
এমনকি ওই পরিবারের সদস্যরা বাদেও একই উপসর্গ নিয়ে এলাকার আরো কয়েকজন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে গোপাল প্রামানিক – এর অবস্থা ছিল আশঙ্কাজনক।
বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন গোপালবাবুর মৃত্যু হয়। যদিও এর আগেই পুলিশের কাছে জানিয়েছিলেন প্রামানিক পরিবারের লোকেরা।
এই অভিযোগের ভিত্তিতেই দুজন ছানা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ ছানার অভিযোগ বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে গোপালবাবুর।
পরিবারের লোকেদের দাবি যে সকল সদস্যরা না খেয়ে ছিলেন তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপসর্গও এক। কিন্তু যে সকল সদস্যরা ছানা খাননি তারা সুস্থই রয়েছেন।