‘বাড়িতে আয়কর হানার হুমকি দিচ্ছেন শুভেন্দু, স্পিকারের কাছে নিরাপত্তা চাইলেন বিজেপি বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে একাধিক বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
বুধবার এ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানালেন তাঁরা। এর পরই শুভেন্দুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছেন স্পিকার।
পাশাপাশি, ৪ বিধায়কের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে বিধানসভা সূত্রে খবর।
এদিন বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়কেরা।
তাতে সুর মেলান বিজেপির চার বিধায়ক-সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস। শুভেন্দুকে থামানোর চেষ্টা করেন তাঁরা।
এর মাঝেই অগ্নিমিত্রা পাল এগিয়ে এসে ওই চার বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন বিজেপি বিধায়করা ওয়াক-আউট করেন।
সেই সময় শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন। দেখা যায়, দু’জনের মধ্যে বচসা হচ্ছিল।
কৃষ্ণ কল্যাণীর বিস্ফোরক অভিযোগ, শুভেন্দু যাওয়ার সময় বলেছে, আমার বাড়িতে আয়কর হানা দেবে। বিষয়টি তিনি বিধানসভার অধ্যক্ষের নজরেও আনেন।
বিষয়টি জানতে পেরে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিযোগ করেন। আরেক বিধায়ক সৌমেন রায়ও। শুভেন্দু তাঁকে গুলি করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে দাবি বিধায়কের।
স্পিকারের কাছে নিরাপত্তার আরজি জানান তাঁরা। যদিও শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।