• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শ্রেয়ার গান যথাযথ, গায়িকার হয়ে মাঠে নামলেন কুণাল ঘোষ

অরিজিতের সমালোচনায় সরব হয়েছিলেন কুণাল। মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে চুপ করে থাকার জন্য এক্স হ্যান্ডেলে অরিজিৎকে আক্রমণ করেছিলেন তিনি।

গায়িকা শ্রেয়া ঘোষালের হয়ে এবার ময়দানে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রশংসা করলেন গায়িকার। গত শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্ট ছিল শ্রেয়ার। এই কনসার্টেই সমাজের তিলোত্তমাদের হয়ে ধর্ষকদের বিরুদ্ধে একটি গান গেয়েছেন তিনি। এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শ্রেয়ার এই পদক্ষেপকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন নেটিজেনদের একাংশ। এর পরই শ্রেয়ার হয়ে সরব হলেন কুণাল।

এক্স হ্যান্ডেলে এদিন কুণাল লিখেছেন, ‘শ্রেয়ার গান যথাযথ। যাঁরা এটা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, তাঁরা মনে রাখুন, শ্রেয়া প্রথম দিন থেকে বলেছেন নারী নির্যাতনের সমস্যাটা গোটা দেশের, সমাজের। তিনি বাঙালি, কলকাতায় গেয়েছেন, ঠিক করেছেন, স্বাগত জানাই। শিল্পী তাঁর মানসিকতা আগে থেকেই বলেছেন। নিজেদের কুৎসার একতরফা লাইনে ব্যবহার করবেন না। এখানে গণতন্ত্র, শিল্পীর স্বাধীনতা আছে। গাইতে পারেন। অন্য রাজ্যে নেই।’
গত ১৪ সেপ্টেম্বর কলকাতায় শ্রেয়ার কনসার্ট হওয়ার কথা ছিল। তবে দেশ–বিশ্বের মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে সেই কনসার্ট পিছিয়ে দেন তিনি। ১৯ অক্টোবর শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়ার এই কানসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টের শেষ গানটি তিনি সমাজের তিলোত্তমাদের উদ্দেশে গেয়েছেন। গানটি শুরুর আগেই তিনি দর্শকদের জানিয়ে দিয়েছেন যেন কেউ হাততালি না দেন। এরপরই তিনি গান ধরলেন, ‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে…….।’
এর আগে তিলোত্তমার হয়ে গান বেঁধেছিলেন গায়ক অরিজিৎ সিং। সেই সময় অরিজিতের সমালোচনায় সরব হয়েছিলেন কুণাল। মহারাষ্ট্রের বদলাপুর বা সাক্ষী মালিকদের নিয়ে চুপ করে থাকার জন্য এক্স হ্যান্ডেলে অরিজিৎকে আক্রমণ করেছিলেন তিনি। কুণাল লিখেছিলেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’