বাতিল একাধিক লোকাল, যাত্রী ভোগান্তির মধ্যেই ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি- আগাম নির্দেশ মতো বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়েছে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটর্ফম। বাতিল করা হয় একাধিক ট্রেন। বনগাঁ লাইনের অনেকগুলো ট্রেন ফুল রুটে যাতায়াত করেনি। কোনও কোনও ট্রেন বারাসত থেকে শিয়ালদহ পর্যন্ত চলেছে। ফলে সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। বনগাঁ লাইন ও শিয়ালদহ মেইন লাইনে একাধিক স্টেশনে ভিড় বাড়ে যাত্রীদের। তার মধ্যেই ঘটে গেল একটি দুর্ঘটনা। ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বছর বাইশের এক যুবকের। মৃত ওই যুবকের নাম মহম্মদ আলী হাসান আনসারী।

সূত্রের খবর, টিটাগড় থেকে উঠেছিলেন হাসান। ভিড়ের চাপে বাইরে ঝুলতে ঝুলতে আসছিলেন তিনি। খড়দহ স্টেশনে আসতেই ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। গুরুতর জখম অবস্থায় বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।