ঈদ উপলক্ষে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের আমতার বাড়িতে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মঙ্গলবার পবিত্র ঈদ উৎসবে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতেই সেলিম সেখানে যান বলে দাবি করেছেন হাওড়া জেলা সিপিএম নেতৃত্ব।
সেলিমের সঙ্গে আনিসের বাড়িতে যান সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ-সহ হাওড়া জেলা সিপিএমের নেতারা।
গত ১৮ ফেব্রুয়ারি আমতার এই বাড়িতেই মারা যান আনিস। সেই সময় অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে।
আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবিতে সরব। আনিসের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে রয়েছে সিপিএম।
তাঁদের আরও দাবি, আনিস সিপিএমের ছাত্র ফেডারেশনের সদস্য ছিলেন। তাঁর বাবা সেলিম খানও এক সময় সিপিএমের সদস্য ছিলেন।
তাই এই ঘটনায় শেষ পর্যন্ত তাঁদের পাশেই থাকবে দল-এই বার্তা দিতেই ইদ উৎসবের দিনে আনিসের বাড়ি গিয়েছিলেন সেলিম-সহ নেতারা।
সেলিম দাবি করেছেন, যত দিন না আনিস খানের খুনের বিচার পাচ্ছে তাঁর পরিবার, তত দিন সিপিএম নেতৃত্ব তাঁদের পাশে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবে।
তবে ঈদের এক দিন আগে আনিসের বাড়িতে এসেছিলেন আইএসএস নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনিও আনিসের বাবার পাশে থাকার বার্তা দিয়ে গিয়েছেন।
ঘটনাচক্রে, আমতার ছাত্রনেতা আনিসের মৃত্যুর পরেও পুলিশের দিকেই অভিযোগের আঙুল উঠেছে।
আদালতের তত্ত্বাবধানে ওই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’। তদানীন্তন বিরোধী নেত্রীর মতোই প্রশ্ন তুলেছেন আনিসের বাবা।
তাঁর বক্তব্য, ‘পুলিশে কী করে পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে!’ সেই প্রশ্নের পাশাপাশিই আনিসের বাবা সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। এখনও তিনি সেই দাবিতেই অনড়।