এবার কলকাতা পুরসভা ভোটে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষকেও সিআইএসএফ বলয় দিল কেন্দ্রীয় সরকার। পুরসভা ভোটে প্রার্থীকে এমন নিরাপত্তা নিঃসন্দেহে নজিরবিহীন। সজলের বাড়ির দুয়ারে এখন সারাক্ষণ বন্দুক হাতে জওয়ানরা পাহারায়।
তিনি বেরোলেই তাঁকে ঘিরে থাকছে সিআইএসএফ। এবার কলকাতা পুরসভা ভোটে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষকেও সিআইএসএফ বলয় দিল কেন্দ্রীয় সরকার।
যদিও সজল বলেছেন, এসব নিরাপত্তা আমার দরকার নেই। আমি সারাদিন মানুষের সঙ্গেই থাকি। তবে কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন রাজ্যের পুলিশ আমার উপর হামলা করতে পারে। তাই তাঁরা এই বন্দোবস্ত করেছেন।
প্রসঙ্গত , অনেকবার সজলের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে জোরাবাগান থানার একটি মামলায় তাঁকে ধরতে যাওয়া নিয়ে কীকাণ্ড টাই না হয়েছিল।
বিজেপি মনে করছে ফের এই হামলা হতে পারে প্রদীপ ঘোষের ছেলের উপর। তাই হয়তো আগাম সতর্কতা হিসেবেই এই বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার।