ফের আনিসের বাড়িতে সিট, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

তদন্তের স্বার্থে সোমবার ফের মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গেলেন সিটের আধিকারিকরা। এদিকে আনিস মৃত্যু কাণ্ডে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন মৃতের দাদা।

সোমবার দুপুরে সিটের আধিকারিকরা যান হাওড়ার আমতায়। সঙ্গে ছিলেন বিচারক ও ফরেনসিক বিশেষজ্ঞরা।

বেশ কিছুক্ষণ আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আনিসের বাবাকে একটি নোটিস দেওয়া হয়েছে বলে খবর।


তদন্ত শুরু হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও কার্যত পুরোপুরি অন্ধকারে পরিবার। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে , তা এখনও রহস্য।

সেই প্রসঙ্গে এদিন আনিসের বাবা সালাম খান বলেন, আমরা কিছুই জানি না। ময়নাতদন্তের রিপোর্ট পাইনি, একটা তিনপাতার কাগজ দিয়েছে।

ভিডিও রেকর্ডিং এর কিছুই জানি না। ইচ্ছে করেই কিছু দিচ্ছে না। বলছে আদালতে যেতে । এরপরই সালাম বলেন, তদন্তে একেবারেই খুশি নন তিনি।

তিনি আরও বলেন, যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ২ জনকে আমি চিনিই। আমি সিবিআই তদন্ত চাই। সিটের তদন্তে খুশি নন আনিসের পরিবারের কোনও সদস্যই।

এদিন মৃত ছাত্রনেতার দাদা নিজেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগের বিষয়টি।

তিনি বলেন, শওকত মোল্লা ডায়মন্ড হারবারে বসে বলছেন, আনিস পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

আনিসের দাদার প্রশ্ন, বিধায়ক কীভাবে জানলেন তাঁর ভাইয়ের মৃত্যু কীভাবে হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শওকত মোল্লার বিরুদ্ধে খুনে জড়িত এই অভিযোগ তুলে এফআইআর করা হয়েছে।