• facebook
  • twitter
Friday, 25 April, 2025

আলিপুর চিড়িয়াখানায় খেলা দেখাবে সামুদ্রিক সিল

কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যে সিলদের আনা হবে সেগুলি মঙ্ক সিল বা সন্ন্যাসী সিল। এরা দেখতে সরু এবং কানবিহীন হয়।

দেড়শো বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার নয়া চমক! চিড়িয়াখানায় আসতে চলেছে নতুন অতিথি। তবে এরা স্থলে নয়, জলে থাকে। তাই জলাশয়গুলি সাজানো হচ্ছে। এরা শুধু থাকতেই আসছে না, আলিপুরের জলাশয়ে এরা খেলাও দেখাবে। এরা কারা? এরা হল সামুদ্রিক সিল। আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, চিড়িয়াখানায় দুটি জলাশয় আছে। এই জলাশয়গুলিতে আগে পরিযায়ী পাখিরা ভিড় করে আসতো। কিন্তু বেশ কয়েক বছর পরিযায়ী পাখিদের দেখা মেলেনি। তাই এই জলাশয়গুলির মধ্যে একটি জলাশয়কে নতুন অতিথির বাসস্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। সামুদ্রিক সিলদের সেখানে রাখা হবে। তারা দর্শকদের খেলা দেখিয়ে মনোরঞ্জন করবে। এর ফলে চিড়িয়াখানার শোভা বৃদ্ধির পাশাপাশি দর্শক সংখ্যাও বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ মনে করছেন। জানা গিয়েছে, এই সিল সাধারণত শীতল জলের প্রাণী।

আন্টার্কটিকা মহাসাগরের শীতল জলে তাদের দেখা যায়। তবে আলিপুর চিড়িয়াখানায় যে সিলদের আনা হবে সেগুলি মঙ্ক সিল বা সন্ন্যাসী সিল। এরা দেখতে সরু এবং কানবিহীন হয়। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ, পূর্ব আটলান্টিক এবং ভূমধ্যসাগরের বেশ কিছু জায়গায় এবং পূর্বে পশ্চিম আটলান্টিক মহাসাগরের গরম আবহাওয়াযুক্ত অঞ্চলে এগুলিকে দেখতে পাওয়া যায়। বর্তমানে এই সিলগুলি বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় নাম লিখিয়েছে। তাই প্রশ্ন উঠেছে আলিপুর চিড়িয়াখানায় কি বাঁচতে পারবে এরা? অনেক আগে দুটি সিল চিড়িয়াখানায় আনা হয়েছিল। কিন্তু আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারায় সেগুলিকে বাঁচানো যায়নি। তখন চিড়িয়াখানায় প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। তবে বর্তমানে ওদের বাঁচার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।