লক্ষ লক্ষ মেট্রো যাত্রীর জন্য সুখবর। প্রথমবার ট্রায়াল রান হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে। আর সেই ট্রায়ালই সফল হল। ২০১৯ সালে বউবাজারের যে অংশে বিপর্যয় হয়েছিল, সেখান দিয়ে চলল মেট্রোর রেক। ঐতিহাসিক সেই মুহূর্তে হাজির ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এবং মেট্রো রেলের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন ভূগর্ভে যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থা আইটিডির কর্তারাও।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার-সহ কয়েকজন আধিকারিক ট্রায়াল রানের সময় মোটরম্যানের কেবিনে ছিলেন। সফলভাবে ট্রায়াল সম্পন্ন হতেই উল্লাসী ফেটে পড়েন তাঁরা। হাততালি দিয়ে সেই মুহূর্ত উদযাপন করেন মেট্রোর অন্যান্য কর্মীরা। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২.৬৩ কিলোমিটার রাস্তায় মেট্রোর একটি রেক চলাচল করে। বউবাজারের নিচে দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধীর গতিতে মেট্রোর রেকটি চলেছে।
এমআর ৬০৭ রেকটি সকাল ১১টা ২০মিনিটে শিয়ালদহ থেকে ট্রায়াল রান শুরু করে। সকাল ১১টা ৩১মিনিটে পৌঁছায় এসপ্ল্যানেডে। অর্থাৎ, ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১১ মিনিট লেগেছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রথম ট্রায়াল রানেই মিলেছে সাফল্য। পরিষেবা চালু হলে অবশ্য মাত্র কয়েক মিনিটেই ট্রেনটি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডে পৌঁছবে। সূত্রের খবর, আরও বেশ কয়েকবার ট্রায়াল রান হবে।
কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী পি উদয় কুমার রেড্ডি এই সফল ট্রায়াল রানের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ট্রায়াল রান শেষ হওয়ার পর তিনি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএল-এর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন।
আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি বিচ্ছিন্ন অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু আছে। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশ এবং অপরদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৯ কিমির বেশি অংশে মেট্রো ছুটছে। এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে এতদিন মেট্রোর কাজ চলছিল। সেই কাজ শেষ হয়েছে। আর তাই মঙ্গলবার প্রথম ট্রায়াল রান হল। যদিও সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা ঠিক কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, পুজোর আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে পরিষেবা চালু হয়ে যাবে। ২০১৯ সাল থেকে প্রায় চারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজারের ভূগর্ভের একাধিক অংশ। এর ফলে এই অংশে মেট্রো চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও সব বাধাবিপত্তি কাটিয়ে এই রুটে সফলভাবে প্রথম ট্রায়াল শেষ হল। এরপর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগনালিং প্রক্রিয়া আধুনিকীকরণের কাজ শুরু হবে।