• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিঘায় বন্ধ সমুদ্রস্নান

রবিবার দুপুরের পর থেকে প্রবল জলােচ্ছ্বাস দেখা যায় দিঘার সমুদ্রে। গার্ডওয়াল টপকে জল আসে রাস্তার ওপর। প্রশাসনের সজাগ দৃষ্টি থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি।

দিঘা (Photo: Twitter | @SurajSi36685008)

রবিবার দুপুরের পর থেকে প্রবল জলােচ্ছ্বাস দেখা যায় দিঘার সমুদ্রে। গার্ডওয়াল টপকে জল আসে রাস্তার ওপর। প্রশাসনের সজাগ দৃষ্টি থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সমুদ্রে নামার ওপর অনেকটা নিষেধাজ্ঞা ছিল। শনিবার থেকেই এই কড়াকড়ি শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরার বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। তারই জেরে দিঘার সমুদ্র উত্তাল। এদিন দুপুর সাড়ে ১২ টার পর থেকে প্রবল বৃষ্টির সঙ্গে জলােচ্ছ্বাস শুরু হয়। অনেকটা কৌশিকী অমাবস্যার দিনের মতাে। এক একটি ঢেউয়ের উচ্চতা ছিল ৫ থেকে ৭ ফুট পর্যন্ত।

সেকারণে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তার ওপর চলে আসে। সমুদ্রের তীরে থাকা দোকানগুলি জলমগ্ন হয়ে পড়ে দিঘার মােহনায় যে বাজার গুলি রয়েছে সেখানেও জল ঢুকে যায়।

পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিঘা থানার তরফে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত পর্যটকরা যেন সমুদ্রে না নামেন। এই নিয়ে মাইকিংও করা হচ্ছে সমুদ্রসৈকত জুড়ে।