সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় গত ১৩ ডিসেম্বর জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার আগে গত নভেম্বরে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করার পরে শীর্ষ আদালতের কাছে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন পার্থ। বৃহস্পতিবার পার্থর জামিনের আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে। এদিন আদালতে পার্থর জামিনের আবেদনের পাল্টা হলফনামা দিতে চায় সিবিআই। কেন্দ্রীয় সংস্থাকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। এদিকে পার্থর বিপদ বাড়িয়ে সম্প্রতি নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত সপ্তাহে আদালতে কল্যাণময়ের বয়ানও রেকর্ড করা হয়। সূত্রের খবর, তাঁর বয়ানে কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। এর ফলে আর বিপদ বেড়েছে পার্থর। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অনেকেই জামিনে মুক্ত।