• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

পুজোর আগে শনি-রবি বাড়ছে মেট্রো!

পুজো বাঙালির দোরগোড়ায় এসে ঠেকেছে৷ বাজারে বাজারে মানুষের কেনাকাটিও শুরু হয়ে গিয়েছে৷ সেই কথা মাথায় রেখে দুর্গাপুজোর আগে শনি-রবিবার বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল৷ শনিবার সাধারণত ২৩৪ টি মেট্রো চলে ব্লু লাইনে৷ তবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শনি-রবিবার সেই সংখ্যাটি দাঁড়াবে ২৬২ তে৷ পুজোর শেষ দুটি শনিবার সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়াবে ২৮৮ টি৷

পুজো বাঙালির দোরগোড়ায় এসে ঠেকেছে৷ বাজারে বাজারে মানুষের কেনাকাটিও শুরু হয়ে গিয়েছে৷ সেই কথা মাথায় রেখে দুর্গাপুজোর আগে শনি-রবিবার বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল৷

 শনিবার সাধারণত ২৩৪ টি মেট্রো চলে ব্লু লাইনে৷ তবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শনি-রবিবার সেই সংখ্যাটি দাঁড়াবে ২৬২ তে৷ পুজোর শেষ দুটি শনিবার সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়াবে ২৮৮ টি৷ কর্মদিবসের মতোই মেট্রো মিলবে ছুটির দিনেও৷ ব্লু লাইনে রবিবার সাধারণত ১৩০ টি মেট্রো চালানো হয়৷  কিন্ত্ত পুজোর আগের শেষ চারটি রবিবার সংখ্যাটি বেড়ে ১৯৬ হবে৷


কলকাতার বাকি মেট্রো লাইনে পরিষেবার পরিবর্তন হচ্ছে না বলেই মেট্রো রেল সূত্রে খবর৷ পুজোর আগে অতিরিক্ত মেট্রো যাত্রীদের জন্য সুবিধাজনক হবে বলেই কর্তৃপক্ষের দাবি৷