• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেতে বিশেষ আদালতে সন্তু গঙ্গোপাধ্যায়

সমগ্র তদন্ত প্রক্রিয়ায় প্রথম থেকেই সন্তু সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছেন। সন্তুর জামিনের বিরোধিতা করেছে সিবিআই।

ফাইল চিত্র

এবার নিয়োগ দুর্নীতি মামলা থেকে জামিন চেয়ে বিশেষ আদালতে দ্বারস্থ হলেন অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতার সিটি সেশন কোর্টে জামিনের আবেদন জানান সন্তু। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এই সন্তুকে গত বছর নভেম্বরে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে প্রায় ছ’কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এদিন সন্তুর আইনজীবী আদালতে জানান, ‘নিয়োগ দুর্নীতিতে যে ১০ জনের বিরুদ্ধে সিবিআই অভিযোগ এনেছিল, তাঁদের মধ্যে ৮ জনই জামিন পেয়ে গিয়েছেন।

সন্তুর বিরুদ্ধে সিবিআইয়ের মূল অভিযোগ, তিনি এই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ এবং অয়ন শীলের সঙ্গে টাকার লেনদেন করেছেন। তাঁদের কাছ থেকে টাকা পেয়েছেন বা তাঁদের টাকা দিয়েছেন। সেই কুন্তল এবং অয়নেরও সিবিআইয়ের মামলা জামিন হয়ে গিয়েছে। সন্তুকে ১০ বার তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

সমগ্র তদন্ত প্রক্রিয়ায় প্রথম থেকেই সন্তু সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছেন। সন্তুর জামিনের বিরোধিতা করেছে সিবিআই। সিবিআই আদালতে জানিয়েছে, ‘চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে ছ’কোটি টাকা তুলেছেন এই সন্তু। এজেন্টদের মাধ্যমে টাকা তোলার কাজ করেছেন তিনি’।

এর পাশাপাশি, এক সাক্ষীকে ফোন করে ভয় দেখানোর অভিযোগও উঠেছে সন্তুর বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, ‘জামিন দেওয়ার আগে নিয়োগ দুর্নীতিতে সন্তুর ভূমিকা বিবেচনা করা উচিত’। শুধু সিবিআই নয়, নিয়োগ মামলায় ইডির চার্জশিটেও সন্তুর নাম আছে। তাঁর বিরুদ্ধে চার্জশিটে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।