• facebook
  • twitter
Monday, 25 November, 2024

সঞ্জয় রায়কে ভার্চুয়ালি হাজির করানো হতে পারে আদালতে

যেদিন সঞ্জয়ের কোর্টে হাজিরা থাকছে, সেদিন বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তার ওপর সঞ্জয় প্রিজন ভ্যানে বসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা রকম মন্তব্য করছেন।

সোমবার শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে অভিযুক্ত সঞ্জয় রায়। নিজস্ব চিত্র

আরজিকর কান্ডে খুন ও ধর্ষণ মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে এবার থেকে ভার্চুয়ালি হাজির করানো হতে পারে শিয়ালদহ আদালতে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। সঞ্জয় রায় এখন হাইপ্রোফাইল বন্দি! তাঁকে সশরীরে আদালতে হাজির করবার ‘ঝক্কি’ অনেক। তাই তাঁর ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ভার্চুয়ালি শুনানি করার জন্য প্রেসিডেন্সি জেলে যে ধরনের প্রয়োজনীয় পরিকাঠামো প্রয়োজন তা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। একে সঞ্জয় হাইপ্রোফাইল বন্দি। তাই তাঁকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে।

যেদিন সঞ্জয়ের কোর্টে হাজিরা থাকছে, সেদিন বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তার ওপর সঞ্জয় প্রিজন ভ্যানে বসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা রকম মন্তব্য করছেন। আঙুল তুলছেন কলকাতা পুলিশের দিকে। যেমন আদালতের চার্জ গঠনের দিন সঞ্জয় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলতে থাকি তাঁকে ‘আসলদের বাঁচাতে’ ফাঁসানো হচ্ছে। এমনকি সোমবার শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময়ও সঞ্জয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করেন। এবং তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করতে থাকেন। যার ফলে আদালত চত্বরে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

এই অবস্থাতে সঞ্জয়কে রোজ আদালতে আনা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশের একাংশ। সূত্রের মারফত জানা গিয়েছে, বিচারকের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। তাই এ সমস্ত ‘ঝক্কি’ এড়াতেই সঞ্জয়কে ভার্চুয়ালি হাজির করার বিষয় ভাবনা-চিন্তা নেওয়া হচ্ছে। অন্যদিকে সূত্রের খবর আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে আদালতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।