গত বছর জানুয়ারির পর চলতি বছর জানুয়ারি। আবারও শিরোনামে সন্দেশখালি। এবার ধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি-সহ তিনজনের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও কোনও সুরাহা মেলেনি বলেই দাবি তরুণীর। উলটে অভিযোগ তুলতে একাধিকবার হুমকিও দেওয়া হয়। অগত্যা হাইকোর্টের দ্বারস্থ হলেন তরুণী। আজ, বুধবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
সূত্রের খবর, গত বছর জানুয়ারির পর থেকে যখন লাগাতার সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান, তারই মাঝে এক তরুণীকে গত মে মাসের মাঝামাঝিতে ধর্ষণ করে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক। তারপর ব্লক সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়।
অভিযোগ, প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে অভিযোগ নেওয়া হলেও তাতে কোনও লাভ হয়নি। উলটে অভিযোগ তুলে নেওয়ার জন্য একাধিকবার চাপ দেওয়া হয় তরুণীকে। অবস্থা বেগতিক বুঝে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আজ, বুধবার হাইকোর্টে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।