• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

সন্দীপ–ঘনিষ্ঠ নন, আরজিকর থেকে এখনও ৭ লাখের বেশি টাকা পাবেন বিপ্লব, দাবি আইনজীবীর

বিপ্লবের পাশাপাশি এদিন সুমন হাজরা এবং আশিস পাণ্ডেরও জামিনের আবেদন জানানো হয়েছে। আগামী ১২ নভেম্বর তাঁদের জামিনের আবেদনের শুনানি হবে। তার আগে সিবিআইকে লিখিতভাবে নিজেদের বক্তব্য জমা দিতে হবে।

সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহ। ফাইল চিত্র

আরজি কর মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠন করা হয়েছে। অন্যদিকে এদিনই আলিপুরে সিবিআই–এর বিশেষ আদালতে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলারও শুনানি হল। এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ভার্চুয়ালি আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। সিবিআই আদালতে দাবি করে, গভীর ষড়যন্ত্র হয়েছে। উল্লেখ্য, এদিন আদালতে বিপ্লব সিংয়ের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আর্জি জানান।

তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, বিপ্লব আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই দাবি অস্বীকার করেছেন বিপ্লবের আইনজীবী। তাঁর দাবি, বিপ্লবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত আরজি কর হাসপাতালের কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা পান বিপ্লব। সন্দীপের সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা থাকলে এত টাকা বকেয়া রইল কীভাবে?

পাশাপাশি আইনজীবী আরও দাবি করেন, শুধু আরজি কর নয়, বিপ্লবের সংস্থা এসএসকেএম হাসপাতাল, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স, হাওড়া সদর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করত। সরঞ্জামের গুণগত মান খারাপ হলে ওই হাসপাতাল থেকেও অভিযোগ আসার কথা। কিন্তু এমন কোনও অভিযোগ এতদিন আসেনি বলে জানান বিপ্লবের আইনজীবী। তাঁর কথায়, ‘এসবের সঙ্গে আরজি করের ধর্ষণ ও খুনের মামলার কোনও যোগ নেই ৷ বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই মামলার কোনও উন্নতি করতে পারছে না ৷ এঁদের জেলে গিয়েও সিবিআই জিজ্ঞাসাাবাদ করছে না ৷  আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে৷’

বিপ্লবের জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, তদন্ত এখনও চলছে। এই পর্যায়ে জামিন পেলে অভিযুক্তেরা পালিয়ে যেতে পারেন। যদিও মামলার রায়দান এখনও স্থগিত রেখেছে আলিপুর আদালত। সিবিআইয়ের অনুমান, আশিস পাণ্ডে এবং সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে দেদার দুর্নীতি করেছেন । এছাড়াও বিপ্লব সিংহ সরকারি আইন না মেনে, কোনও প্রকারের টেন্ডারে অংশ না নিয়েই আরজি কর হাসপাতালে একাধিক কাজকর্মের বরাত পেয়েছিলেন। তাঁকে সাহায্য করেছিলেন সন্দীপ নিজেই ।

বিপ্লবের পাশাপাশি এদিন সুমন হাজরা এবং আশিস পাণ্ডেরও জামিনের আবেদন জানানো হয়েছে। আগামী ১২ নভেম্বর তাঁদের জামিনের আবেদনের শুনানি হবে। তার আগে সিবিআইকে লিখিতভাবে নিজেদের বক্তব্য জমা দিতে হবে।