• facebook
  • twitter
Friday, 25 April, 2025

বেতন পাবেন চাকরিহারারা, আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

এই নির্দেশের এক সপ্তাহ কেটে গেলেও শিক্ষা দফতরের বেতন পাওয়ার পোর্টালে এখনও নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের।

নিয়োগ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। চাকরি হারিয়ে ক্ষোভে পথে নেমেছিলেন তাঁরা। একটাই আতঙ্ক, কিভাবে তাঁরা সংসার চালাবেন? জানা গিয়েছে, এই নির্দেশের এক সপ্তাহ কেটে গেলেও শিক্ষা দফতরের বেতন পাওয়ার পোর্টালে এখনও নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তাই প্রাথমিকভাবে তাঁদের ধারণা এখনই তাঁদের বেতন বন্ধ করা হবে না।

বেতন নিয়ে কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট জানায়নি। যতক্ষণ না নির্দেশ পাওয়া যাচ্ছে রাজ্য চাকরিহারাদের বেতন বন্ধ করছে না বলেই মনে করা হচ্ছে। এই মর্মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘কোনো স্কুলে শিক্ষক-শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হয়নি। বেতন বন্ধের বিষয়ও কোথাও উল্লেখ করা হয়নি।’

প্রসঙ্গত উল্লেখ্য, ৭ এপ্রিল নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, তাঁদের চাকরি বাতিল হবে না। সুপ্রিম কোর্টে সমাধান না মিললে রাজ্য তাঁদের জন্য অন্য ব্যবস্থা নেবে। কিন্তু চাকরিহারাদের অধিকাংশই এই আশ্বাসের উপর ভরসা করতে পারেননি। তাঁরা বুধবার ডিআই অফিসে বিক্ষোভ দেখেয়েছিলেন। এরপরই পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘাতের একাধিক চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার এর প্রতিবাদে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষামন্ত্রী বারংবার তাঁদের ধৈর্য্য ধরার পরামর্শ দিচ্ছেন। শনিবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।