কলকাতা, ১০ মার্চ – ব্রিগেড সমাবেশের আগেই চর্চায় উঠে এসেছিল ব্রিগেডে নির্মিত তৃণমূলের র্যাম্প । তৃণমূলের ব্রিগেডে মূলমঞ্চে আটকে না থেকে যাতে জনতার মাঝে পৌঁছে যাওয়া যায় সেভাবেই তৈরী ছিল মঞ্চ। তৃণমূল কংগ্রেসের ঘোষিত ৪২ প্রার্থীর রাম্প শোয়ে এদিন নেতৃত্ব দেন মমতা ও অভিষেক। ৪২ জন প্রার্থীর নাম পড়ে শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সব প্রার্থীদের নিয়ে রাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জনগর্জন সভা’য় প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীদের সাজ ছিল চোখে পড়ার মতো।