• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

সন্তানকোলেই কলকাতায় ইডির কয়লাকান্ডের জেরায় হাজির রুজিরা

কয়লা পাচারকান্ডে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির স্পেশাল ফোর টিম। ইতিমধ্যে ওখানে পৌঁছেছেন রুজিরা।

কয়লা পাচারকান্ডে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির স্পেশাল ফোর।

সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতায় ইডি দফতরে গিয়ে পৌঁছেছেন রুজিরা। রুজিরাকে তার সন্তানকে কোলে করে ইডি অফিসের সামনে দেখা গেছে।

জানা যাচ্ছে, রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতায় জিজ্ঞাসাবাদ করবে ইডি।

যার জন্য দিল্লি থেকে ইডির স্পেশাল টিম কলকাতায় এসেছে। সূত্রের খবর, জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ সেই টিমে থাকতে পারেন।

এছাড়া সুমিত প্রকাশ জৈনও থাকছেন এই মামলার তদন্তকারী অফিসার হিসাবে। যদিও জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার অফিসারদের সাহায্য নেওয়া যেতে পারে।