• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

বাংলাদেশের পণ্য বয়কটের দাবিতে পথে নামছে সঙ্ঘ, আন্দোলন শুরু বাংলা থেকে

বাংলাদেশের সমস্ত পণ্য বয়কটের দাবিতে এবার পথে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অনুসারী’ সংগঠন ‘স্বদেশি জাগরণ মঞ্চ’।

বাংলাদেশের সমস্ত পণ্য বয়কটের দাবিতে এবার পথে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অনুসারী’ সংগঠন ‘স্বদেশি জাগরণ মঞ্চ’। পড়শি দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পণ্য সামগ্রী বয়কট করার আহ্বান জানিয়ে বাড়ি বাড়ি প্রচার করার পরিকল্পনা রয়েছে এই মঞ্চের। ক্রেতা, বিক্রেতাদের বাংলাদেশের পণ্যসামগ্রী চিনিয়ে দিতে ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথমেই সাধারণ মানুষকে পণ্য বয়কটের জন্য বলবে না সঙ্ঘ। প্রাথমিক পর্যায়ে বয়কট শুরু করবেন সংগঠনের সদস্যরা। এই বয়কট আন্দোলন দেশজুড়ে চলবে । কিন্তু তা শুরু হবে বাংলা থেকে। বাংলাদেশে তৈরি পণ্যের পাশাপাশি সে দেশের জিআই ট্যাগ রয়েছে এমন পণ্য, যেমন, ঢাকাই মসলিন, টাঙ্গাইল ও জামদানি শাড়ি, কাটারিভোগ বা কালিজিরা চাল, শীতলপাটি, নকশিকাঁথা, বিভিন্ন ধরনের আম, এমনকি, পদ্মার ইলিশের উপরেও বয়কট চায় মঞ্চ।

কেন্দ্রীয় সরকারের কাছে এক গুচ্ছ দাবি জানাতে চলেছে ‘স্বদেশি জাগরণ মঞ্চ’। তাদের দাবি, সব রকম বাংলাদেশি পণ্যের আমদানি ও বিক্রয় বন্ধ করা হোক। ওই দেশে তুলো-সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বন্ধ করে দিক কেন্দ্রীয় সরকার। মঞ্চের লক্ষ্য হল বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা। পাশাপাশি বাংলাদেশিদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া বন্ধ রাখা হোক। প্রাথমিক পর্যায়ে পড়শি দেশের পণ্যসামগ্রী বয়কটের দাবিতেই বেশি করে সরব হয়েছে এই মঞ্চ। স্বদেশি জাগরণ মঞ্চের সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের নেতা অম্লানকুসুম ঘোষ বলেন, ‘ইতিহাস জানে, যত বার বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলায়। আর এখন সেখানে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, তাতে বাঙালি হিন্দুদের সবচেয়ে আগে প্রতিবাদ করা উচিত। তাই আমরা চাই, বাংলায় বাংলাদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা হোক।’

উল্লেখ্য, গত আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সেদেশের পণ্যসামগ্রী বয়কটের ডাক দিয়েছিল স্বদেশি জাগরণ মঞ্চ। এবার এই দাবি নিয়ে ময়দানে নামতে চলেছে তারা। এ প্রসঙ্গে অম্লানকুসুম বলেন, ‘সাধারণ মানুষের কাছেও অনুরোধ, তাঁরা যেন বাংলাদেশের পণ্যসামগ্রী আগে বয়কট করেন। কারণ বাংলাদেশ এখন ভারত বিরোধিতার ভূমি হয়ে উঠেছে।’

বাংলাদেশের পণ্যসামগ্রীর পাশাপাশি নাটক, সিনেমা, ওয়েব সিরিজ় দেখা থেকেও বিরত থাকার আবেদন জানিয়েছে স্বদেশি জাগরণ মঞ্চ। অনুপ্রবেশকারীদের যাতে কেউ কাজ না দেন তা নিয়েও প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। স্থানীয় বিক্রেতারা যাতে বাংলাদেশের পণ্যসামগ্রী নিজেদের দোকানে না রাখেন সেই অনুরোধ জানিয়েছেন মঞ্চের সদস্যরা।