নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ– শুক্রবার মেদিনীপুর শহরের কেডি কলেজ, রাজাবাজার সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট র্মাচ করে৷ এখনো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি৷ সম্ভবত শনিবার লোকসভা নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন৷ তার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে রুটমার্চ ও টহলদারির কাজ শুরু করেছে৷
শুক্রবার মেদিনীপুর শহরের কেডি কলেজ, রাজাবাজার সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে৷ সেই সঙ্গে কোথাও কোন গন্ডগোল রয়েছে কিনা তাও মানুষের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করেন৷ সেই সঙ্গে তারা মানুষকে অভয় দেন যে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন৷ তাই লোকসভা নির্বাচনের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেদিনীপুর শহরে শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে বলে মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়৷