আরজি কর মামলা বাংলা থেকে সরানোর দাবি খারিজ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় অন্য রাজ্যে মামলাটি সরানোর আবেদন উঠলে, সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগে বিচার শুরু হোক। বৃহস্পতিবার ওই মামলার শুনানির সময় এক আইনজীবী আদালতে বলেন, বিচার ব্যবস্থার উপর পশ্চিমবঙ্গবাসী আস্থা হারিয়ে ফেলেছেন। এই কথা শুনে আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি।

ওই আইনজীবীর মতে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন ‘অস্থির’। একথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আমরা মণিপুরের কিছু মামলার ক্ষেত্রে এমন করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম কিছু করছি না। মামলার বিচারপর্বও স্থানান্তরিত হচ্ছে না।’

আরজি কর কাণ্ডে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এক মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ঘটনার ৯০ দিন কেটে গেলেও তদন্তে কোনও অগ্রগতি নেই। তাঁর উত্তরে প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকের ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।