কেন্দ্রীয় বঞ্চনা থেকে আরজি কর, অকপট মুখ্যমন্ত্রী

ফাইল চিত্র।

সোজাসাপ্টা মুখ্যমন্ত্রী এক পাঁচতারা হোটেলে একটি বৈদ্যুতিন সংবাদ চ্যানেলে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় বঞ্চনা থেকে আর জি করের ঘটনা নিয়ে নিয়ে নিজের ভাবনার কথা অকপটে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরব হন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও। সাফ জানালেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে থেকে প্রচুর টাকা তাঁরা পান. কিন্তু কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দিচ্ছে না। কিন্তু তৃণমূল সরকার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ফলে রাজকোষ সামলে মানুষদের কাজ করতে হয়। কেন্দ্রীয় সরকার টাকা দিলে প্রকল্পগুলো খুবই ভালভাবে করা যেত।

মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার যে রাজ্যে বেড়েছে এই নিয়েও অকপট মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে ১ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত হয়েছে। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। বাংলার মহিলাদের জন্য এটা খুব জরুরি বলে মনে করেন তিনি।

মাস খানেক আগেই আর জি করের ঘটনা নিয়ে রাজপথে নেমেছিলেন নাগরিক সমাজ। মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ ও সদিচ্ছায় চিকিৎসকদের দাবিদাওয়া মেনে নিয়েছেন। সেই সময় নিশ্চুপ থাকলেও এদিনের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। আর জি কর আন্দোলন যে রাজনৈতিক চক্রান্ত, স্পষ্ট করে জানালেন তিনি। তবে বিষয়টা বুঝতে সময় লেগেছে বলেও স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সরকারি হাসপাতালে কর্মবিরতির পাশাপাশি ডাক্তাররা যে ভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়েছেন, সেটাও তার দৃষ্টি এড়ায়নি। এই নিয়ে অনেক প্রমাণ তাঁর কাছে আছে. সঠিক সময়ে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন।


ছাত্রদের ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ব্যাঙ্কের মাধ্যমে তাঁরা ছাত্রদের ট্যাবের টাকা দেন। ব্যাঙ্কেরও বিষয়টিতে নজর দেওয়া উচিত। কয়েকজন শিক্ষক আর সাইবার অপরাধীরা এই কাণ্ড ঘটিয়েছে। এই ট্যাব কাণ্ডে ইতিমধ্যেই ৪৪জন গ্রেপ্তার হয়েছে, এই কাজের জন্য পুলিশকে প্রশংসা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।