বাড়িতে গিয়ে আরজি কর কাণ্ডে মৃত তরুণীর ডেথ সার্টিফিকেট তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। অভিযোগ ছিল, মৃত্যুর এতদিন পরও মৃত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট পাচ্ছিলেন না তাঁর পরিবার। অবশেষে বুধবার নির্যাতিতার ডেথ সার্টিফিকেট হাতে পেলেন তাঁর বাবা-মা।
ডেথ সার্টিফিকেট পেয়ে নির্যাতিতার বাবা জানিয়েছেন, বাড়িতে এসে মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপি দিয়ে গিয়েছেন স্বাস্থ্যসচিব। অন্য কপির প্রয়োজন হলে তা এমএসভিপি-র কাছ থেকে নিতে বলেছেন। নথির লিঙ্কও পরিবারের কাছে চলে এসেছে। প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট আউট বের করতে পারবেন তাঁরা। সেপ্টেম্বর মাস থেকে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে হন্যে হয়ে ঘুরছেন নির্যাতিতার বাবা। নথি পেতে কেন এত দেরি হল সেই প্রশ্ন তুলেছেন তিনি।