• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বিচারের দাবিতে ফেসবুক পেজ খুললেন আরজি করের নির্যাতিতার বাবা–মা, আজ হাঁটবেন মিছিলে

এই পেজের ভূমিকায় লেখা হয়েছে, 'আমাদের মেয়ের জন্য বিচার চেয়ে, সত্য জানতে চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর কোনও পরিবার যাতে এ ভাবে কষ্ট না পায়, তা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে থাকুন।'

ফেসবুক পেজের স্ন্যাপশট।

বিচারের দাবিতে এবার ফেসবুক পেজ খুললেন আরজি কর মেডিক্যালের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। সেই পেজ থেকে তাঁরা একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে তাঁরা একাধিক বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি আজ, শুক্রবার প্রতিবাদী চিকিৎসকদের ডাকা মিছিলে হাজির থাকবেন আরজি করের নির্যাতিতার বাবা মা। স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল যাবে।
পেজটির নাম দেওয়া হয়েছে ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’। এই পেজের ভূমিকায় লেখা হয়েছে, ‘আমাদের মেয়ের জন্য বিচার চেয়ে, সত্য জানতে চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর কোনও পরিবার যাতে এ ভাবে কষ্ট না পায়, তা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে থাকুন।’
উল্লেখ্য, আগস্ট মাসে আরজি কর মেডিক্যালে এক তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার পর রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ ও সাধারণ মানুষ। বর্তমানে সেই প্রতিবাদ আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে। এর জেরে বিচারের দাবিতে নতুন করে দেশবাসীকে আওয়াজ তোলার কথা বলেছেন নির্যাতিতার বাবা–মা।
ভিডিও বার্তায় তাঁরা জানান, পুলিশের তদন্তে আস্থা না থাকায় হাই কোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানিয়েছিলাম। বর্তমানে সিবিআই ঘটনার তদন্ত করছে। কিন্তু চার মাস কেটে গেলেও কিছুই জানা যায়নি। এই কারণে তাঁরা হতাশায় ভুগছেন। এছাড়াও এদিন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা–মা। আরজি কর আন্দোলন চলাকালীন সাসপেন্ড হওয়া অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ। সিবিআইকে নিয়ে তাঁদের বক্তব্য, ‘আমরা সকলকে আহ্বান জানানোর জন্য এই ফেসবুক পেজ খুলেছি। সিবিআইয়ের উপর তো ভরসা রাখতেই হচ্ছে, ভরসা না রেখে কী করব? কোথায় যাব আমরা? আন্দোলনের মাধ্যমে সিবিআইকে চাপে রেখে যদি বিচার পাওয়া যায়, সেই চেষ্টাই করছি।’