• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

আরজি করের আটতলার ওটি বন্ধ, সমস্যায় রোগীরা

সিএফএসএল-এর রিপোর্ট সামনে আসার পরেই বন্ধ করে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আটতলার অপারেশন থিয়েটার।

সিএফএসএল-এর রিপোর্ট সামনে আসার পরেই বন্ধ করে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আটতলার ওটি। অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটার এটি। হাসপাতাল সূত্রে খবর, সিএফএসএল-এর রিপোর্ট সামনে আসার পরই ওটি বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফে সেটি খোলার জন্য সিবিআইয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি মিললেই ওই ওটি ফের খোলা হবে।

কিছুদিন আগেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের আটতলার অর্থোপেডিক-এর ওটি ঘর খোলা হয়েছিল। কিন্তু ঘর খোলার পরই দেখা যায়, সেখানে রক্ত পড়ে রয়েছে। এরই মধ্যে আসে সিএফএসএল-এর রিপোর্টও। ফলে প্রশ্ন উঠেছে, আরজি কর কাণ্ডের ঘটনাস্থল আদৌ সেমিনার রুম তো। জটিলতা এড়াতে দ্রুত ওই ওটি বন্ধ করে দেয় আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ওটি বন্ধ থাকায় সমস্যায় পড়েছে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। ওই ঘরেই রয়েছে আর্থস্কোপি মেশিন। ফলে কয়েক মাস যাবত সেই মেশিনও বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। আরজি কর হাসপাতালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে আর্থস্কোপি করা হয়। এখানে বহু মানুষই আসেন চিকিৎসা করাতে। প্রায় ২৫-৩০ জন রোগী ফিরে গিয়েছেন। সিবিআইয়ের সঙ্গে কথা বলে মেশিনটা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে রোগীদের পরিষেবা দিতে কোনও সমস্যা হবে না।

আর্থ্রোস্কোপ হল এক ধরনের এন্ডস্কোপ বা সিলিন্ডার অথবা টিউবাকৃতির আলোক যন্ত্র বিশেষ। হাড়ের সংযোগস্থলের খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় এই যন্ত্র। হাঁটুর লিগামেন্ট (এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল) পুনর্গঠনের সময় আর্থস্কোপি করা হয়ে থাকে।