• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

আইপিএস পদে রদবদল

এ ছাড়া, আইপিএস সুরিন্দর সিং, যিনি আগে পশ্চিমবঙ্গের এসএস, আইবি পদে ছিলেন, এখন হাওড়া পুলিশ কমিশনারেটের দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবান্ন। ফাইল চিত্র

রাজ্যের ছয় সিনিয়র আইপিএস পদে রদবদল করলো রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বদল রাজ্য পুলিশের পাশাপাশি বদল ঘটানো হয়েছে কলকাতা পুলিশেও। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (দুই) মুরলি ধর শর্মাকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিং ইনস্টিটিউট তথা ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির আইজিপি পদে। অন্যদিকে সেই পদে কর্মরত সিনিয়র আইপিএস অফিসার প্রণব কুমারকে নিয়ে আসা হচ্ছে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (দুই) এর পদে।

অন্যদিকে, আইপিএস স্বাতী ভঙ্গালিয়া, যিনি আগে হাওড়ায় এসপি পদে ছিলেন, তাঁকে এখন এসপি সাইবার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে আইপিএস বিশ্বজিৎ মাহাতোকেও। তাঁকে হাওড়া পুলিশ কমিশনারেটের দক্ষিণ বিভাগের ডিসি পদ থেকে সরিয়ে হাওড়া পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল বিভাগের ডিসি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস সুবিমল পাল, যিনি আগে হাওড়া পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল বিভাগের ডিসি ছিলেন, তাঁকে হাওড়া (গ্রামীণ)-এর এসপি করা হয়েছে। এ ছাড়া, আইপিএস সুরিন্দর সিং, যিনি আগে পশ্চিমবঙ্গের এসএস, আইবি পদে ছিলেন, এখন হাওড়া পুলিশ কমিশনারেটের দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।