• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঘাটালে ত্রাণ বিতরণ শুভেন্দুর

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা চৌকান এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা। ত্রাণ তুলে দেন বন্যা দুর্গতদের হাতে।

একেই প্রবল বৃষ্টি, তার উপর ডিভিসির জল ছাড়ায় ভয়াবহ বন্যায় বেসামাল ঘাটাল। খাবার, পানীয় জলের অভাবে রীতিমতো ধুঁকছে এলাকাবাসী। এই আবহে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা চৌকান এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা। ত্রাণ তুলে দেন বন্যা দুর্গতদের হাতে।

ডিভিসির জল ছাড়ায় বানভাসি ঘাটাল। খাবার ও জলের জন্য সাধারণ মানুষের হাহাকার। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারও জানা নেই। এদিকে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। এই পরিস্থিতিতেই ঘাটাল পরিদর্শনে শুভেন্দু অধিকারী। এর আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়া, পুরশুড়া সহ একাধিক এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা। অসহায় মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিতরণ করেন ত্রাণও। পাঁশকুড়ায় হেলে পড়া একটি বাড়ির মালিককে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যও করেছেন তিনি। এবার ঘাটালের বন্যা দুর্গতদের পাশেও শুভেন্দু অধিকারী।

ডিভিসির জল ছাড়া এবং রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দলনেতার আঙুল রাজ্যের দিকে। ঘাটালের বন্যা এবং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন তিনি। বলেন, খানাকুল, ঘাটাল ও পাঁশকুড়ার বন্যায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিজেপি ক্ষমতায় নেই। তাই তাঁরা নিজেদের ক্ষমতা অনুযায়ী দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে। ঘাটালবাসীর পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিধায়ক শীতল কপাটও। সোমবার শুভেন্দু অধিকারীর ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শীতল কপাটও। ত্রাণ বিতরণের পাশাপাশি ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান শুভেন্দু অধিকারী।