• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

কুন্তলের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল আদালত

কালীঘাটের কাকুর পর কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল নগর ও দায়রা আদালত।

কালীঘাটের কাকুর পর কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল নগর ও দায়রা আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। সম্প্রতি নিয়োগ মামলায় কুন্তলেরও নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । এদিন সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তদের তালিকায় সুজয়কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীলদের সঙ্গে নাম রয়েছে কুন্তল ঘোষেরও। তবে ইডি এবং সিবিআই দুটি মামলাতেই আগেই জামিন পেয়েছেন কুন্তল।

এদিন বিশেষ আদালতে সিবিআইয়ের আইনজীবীর দাবি, -‘তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা দরকার’। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে অনুমতি দেয় আদালত।২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। অভিযোগ, নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল।নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অনেকেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ-সহ অনেকে।

শুক্রবার ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সেখানেই এদিন কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি চায় সিবিআই আদালতের তরফে সম্মতি মিলেছে।আগামী ১৮ ফেব্রুয়ারি ম‍্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই।এদিকে গত কয়েকদিন ধরে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। তিনি চিকিৎসাধীন হাসপাতালে। আগেই হাসপাতালের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিল আদালত। এদিন আদালতে হাজির ছিলেন হাসপাতালের প্রতিনিধি। তিনি মেডিক্যাল রিপোর্ট জমা দেন। বিচারক তাঁর কাছে পার্থর অবস্থা জানতে চান। কবে ছাড়া হবে হাসপাতাল থেকে, সেকথাও জিজ্ঞেস করেন। প্রতুত্তরে হাসপাতালের প্রতিনিধি জানিয়েছেন, দু-এক সপ্তাহে ছাড়া হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।