• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

রণক্ষেত্র হাজরা, আটক বিজেপি রাজ্য সভাপতি

এসএসসি দুর্নীতির প্রতিবাদে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার সাঁটানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি।

এসএসসি দুর্নীতির প্রতিবাদে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার সাঁটানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি।

‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। এর আগেই হাজরা মোড়ে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রকার ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা।

রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড় চত্বর। পরে বিজেপি কর্মী এবং রাজ্য সভাপতিকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিল। কিন্তু পুলিশ জোর আমাকে গ্রেপ্তার করল। করে পাশাপাশি একই ইস্যুতে পথে নেমেছে কংগ্রেসও।

এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল যায়।

মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তিনি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চেও উপস্থিত হন। কথা বলেন তাঁদের সঙ্গে।