• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

কোভিড পরিকাঠামাে উন্নয়নে র‍্যামকো

র‍্যামকো সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কস পার্থপ্রতিম অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিংলার হাতে ৪৫০টি এনআরবিএম মাস্ক তুলে দিলেন।

প্রতিকি ছবি (Photo: IANS)

পশ্চিম মেদিনীপুরে কোভিড -১৯ হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে খড়গপুরের র‍্যামকো ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কস পার্থপ্রতিম অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিংলার হাতে ৪৫০ টি এনআরবিএম মাস্ক তুলে দিলেন।

উপস্থিত ছিলেন ডিপিএলও আয়ন নাথ, র‍্যামকোর অ্যাসিসটেন্ট ওয়ার্ক স্যান্ডাের এন, শ্রীনিবাসন। সংস্থার ডেপুটি পার্সোনেল ম্যানেজার রামকৃষ্ণ মণ্ডল বলেন, করপােরেট সােশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে এই মাস্কগুলি দেওয়া হয়েছে যার আনুমানিক আর্থিক মূল্য এক লক্ষ টাকা।

Advertisement

Advertisement

Advertisement