• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বাসন্তীর রামচন্দ্রখালিতে বঙ্গধ্বনি পদযাত্রা

সােমবার বিকেলে বাসন্তীর রামচন্দ্রখালি অঞ্চলে বাসন্তীর তৃণমূল নেতা মন্টুগাজীর নেতৃত্বে শতাধিক মহিলা পুরুষ বঙ্গধ্বনিতে অংশ নিল।

তৃণমূল (File Photo: IANS)

সােমবার বিকেলে বাসন্তীর রামচন্দ্রখালি অঞ্চলে বাসন্তীর তৃণমূল নেতা মন্টুগাজীর নেতৃত্বে শতাধিক মহিলা পুরুষ বঙ্গধ্বনিতে অংশ নিল। এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা পােষ্টারে তুলে ধরা হয়।

প্রতিটি মানুষের প্রয়ােজনের কথা ভেবে যে মানবিক প্রকল্প গুলি করা হয়েছে তা জনসাধারণ কে জানান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে আছে সরকার ও জনপ্রতিনিধিরা। তৃতীয় বারের জন্য আবার ও মুখ্যমন্ত্রীর আসনে মমতা ব্যানার্জী কে আনার আহ্বান বাসন্তীর এখনাে অনেক দূরে তবুও পথে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

কারণ প্রধান বিরােধীদল হিসেবে বিজেপি বসে নেই মাঠে নেমে পড়েছে। সুন্দরবনে মাথা তুলছে বিজেপি । চিন্তিত জেলা নেতৃত্ব।