• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মধ্যশিক্ষা পর্ষদ নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়, সরানো হল কল্যাণময়কে

কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি জানায় তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল।

কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হল। তার পরিবর্তে ঐ পদে রামানুজ গঙ্গোপাধ্যায়কে আনা হল। রামানুজ গঙ্গোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন।

আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে রামানুজ থাকবেন তা বুধবার শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের বেশ কিছু আধিকারিকদেরও বদল করেছে শিক্ষা দফতর।

রাজ্য নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদে কাজ পরিচালনা করবে।

কল্যাণ বাবুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির নিয়ে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি জানায় তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল। সিবিআই এই মামলায় কল্যাণবাবুকে জিজ্ঞাসাবাদ করে।

এরপর থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে তার পর্ষদের সভাপতি পদে থাকা নিয়ে। নবান্ন থেকে অবশেষে বুধবার তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।