রামনবমীতে ‘পরিকল্পিত অশান্তি’ রুখতে তৎপর রাজ্য প্রশাসন। কলকাতায় সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। আর সারা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন। একই সঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। এদিকে রাম নবমীর আগের কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘কড়াকড়ি করে মিছিল বন্ধ করার চেষ্টা করবেন না। গোটা দেশের মতো বঙ্গেও রামনবমী পালিত হবে।’
পুলিশ সূত্রে খবর, শহর কলকাতার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। বড় মিছিলে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা প্রমুখ পদমর্যাদার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি-সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মিছিলের পথে থাকা বহুতলগুলির ছাদেও নজরদারি চালাবে পুলিশ। এর আগে রামনবমীর মিছিলে ছাদ থেকে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। মিছিলের পথে যাতে ইট বা পাথরকুচি পড়ে না থাকে, তা-ও থানাকে দেখতে বলেছে লালবাজার। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। পুলিশকে বডি ক্যামেরা ব্যবহার করতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রামনবমীতে কলকাতায় মোট ৫৯টি মিছিল বের হবে। এর মধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মিছিলের আগে ও পরে হাঁটবে পুলিশ। থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশের গাড়িও। আশপাশের রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি। একমাত্র নির্দিষ্ট রুটেই মিছিল করা যাবে। অন্য রুটে কেউ মিছিল করেন, তাহলে পুলিশ সেই মিছিল আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মিছিলের সঙ্গে একাধিক ভিডিয়োগ্রাফার রাখা হচ্ছে, যাতে পুরো মিছিলের উপরে নজরদারি চালানো যায়।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সকাল থেকেই তাদের কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। রামনবমীর মিছিলে শহরের রাজপথে অস্ত্র হাতে হাঁটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। রামনবমী উপলক্ষে বিজেপির মিছিল যেমন রয়েছে, তেমনই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মিছিলের ডাক দিয়েছে। আবার রামনবমীতে পথে নামছে তৃণমূলও। সমস্ত দলের কর্মসূচির উপরই নজর রাখবে পুলিশ। রামনবমীর দিন কোনও রকম বিচ্ছিন্ন ঘটনা এবং অশান্তি রুখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ। এর পাশাপাশি তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও।
মোটরবাইক মিছিলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রামনবমীর শোভাযাত্রায় মোটরবাইক মিছিল করা যাবে না। কেউ ওই নিয়ম অমান্য করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ আইননানুগ ব্যবস্থা নেবে। শোভাযাত্রায় কোনও ডিজে বাজানো যাবে না বলেও জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, উপরমহল থেকে বলা হয়েছে, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে যেন ‘প্রোটেকটিভ গিয়ার’ থাকে। এরই মধ্যে সারা রাজ্যে উপর নজর রাখতে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার অবধি এই দায়িত্বে থাকবেন তাঁরা।