মহিলাকে ডেকে ধর্ষণ! গ্রেপ্তার রাজগঞ্জ থানার এসআই

প্রতীকী ছবি

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার রাজগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুণ।
পুলিশ সূত্রে খবর, একটি মামলার ভিত্তিতে জলপাইগুড়ির বাসিন্দা ওই মহিলাকে রাজগঞ্জে ডেকে পাঠানো হয়। যার তদন্তের দায়িত্বে ছিলেন অভিযুক্ত সেকেন্ড অফিসার সুব্রত গুণ। মহিলার অভিযোগ, তাঁকে জেরা করার পর মানসিক চাপ দিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর শুক্রবার মহিলা শিলিগুড়ি মহিলা থানায় এসআই সুব্রত গুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে আগেই ওই আধিকারিককে ক্লোজ করে তদন্ত শুরু হয়েছিল। তারপর সোমবার গ্রেপ্তার করা হয় ওই আধিকারিককে। খোদ পুলিশকর্তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বাভাভিকভাবেই পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। একজন পুলিশ আধিকারিক কীভাবে এই কাজ করতে পারেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।