• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৮ জানুয়ারির আগে রাজ্যে কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে।

ফাইল চিত্র

মকর সংক্রান্তিতেও দেখা মিলল না কনকনে শীতের। আগামী ৪–৫ দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহের শেষে ফের কিছুটা তাপমাত্রার পতন হতে পারে। সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি বেড়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় নিরক্ষরীয় ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে৷ এর জেরে আগামী সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনে অনেকটা বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। এদিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৮ জানুয়ারির আগে রাজ্যে কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। সেই কারণে কনকনে শীত এখনই পড়ার সম্ভাবনা নেই।

আগামী সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া আপতত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।