গত সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়লেও দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ করেই বেড়ে গেল তাপমাত্রা। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের উষ্ণতার ছোঁয়া। যেন অকাল বসন্ত। তবে হঠাৎ করে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সপ্তাহের শেষে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই তার আভাস পাওয়া গিয়েছে। ফলে এই বৃষ্টির পরে তাপমাত্রা নিচের দিকে নামতেই ফের শীতের দেখা মিলবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে। শনিবারেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা ছাড়াও এই জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। শুক্রবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারে এই বৃষ্টি অব্যাহত থাকলেও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। ফলে কম-বেশি এই বৃষ্টির জেরে রবিবার থেকে ফের শীত পড়তে শুরু করবে। অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনের আগে হাঁড় কাঁপুনি শীত অনুভব করবে বঙ্গবাসী। সেই সঙ্গে অধিকাংশ জেলাতেই ঘন কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইতিমধ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগেরদিন বুধবারও এই একই তাপমাত্রা ছিল। এই দুইদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এখনও নিম্নচাপের প্রভাব রয়েছে। ফলে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার আগে অনেক জেলাতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে। তবে সেটা ক্ষণস্থায়ী। রবিবারের পর এই তাপমাত্রা ফের নিম্নগামী হবে। ফিরবে শীতের আমেজ।
প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল, বুধবার থেকে আবহাওয়ার বদল আসতে পারে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে শীত কমে যাবে। সেই তথ্য যে ভুল নয়, তা প্রমাণিত হয়ে গেল দুইদিনের তাপমাত্রার বৃদ্ধি দেখে। যদিও ভোর ও রাতের দিকে শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে; কিন্তু বেলা বাড়তেই সেই শীত কমে গিয়েছে।