চলন্ত পুলকারে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ আসানসোলের কাকড়শোল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলকারটি নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গাড়িতে তখন স্কুলগামী ছাত্রছাত্রীরা ছিল। কাকড়শোল এলাকায় পৌঁছানোর পর হঠাৎই গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চালক দ্রুত পুলকারটি থামিয়ে সব পড়ুয়াকে গাড়ি থেকে বের করে আনেন।
কিছুক্ষণের মধ্যেই পুলকারে আগুন লেগে যায় এবং সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, সৌভাগ্যক্রমে পুলকারে থাকা সকল ছাত্রছাত্রী নিরাপদে রক্ষা পায়। স্থানীয়দের মতে, চালক সঠিক সময়ে বাচ্চাদের নামিয়ে না আনলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।