সামনেই কালিপুজো। তার আগেই রাজ্যে ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দানা’ তৈরি হবে, যার সম্ভাব্য গতিবেগ ঘন্টায় ১২০ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ বা বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলার উপর কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়কে মোকাবিলা করতে প্রস্তুত পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরী বিভাগ। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় ঘোষণা করেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য় চালু থাকবে হেল্পলাইন নম্বর। তিনি নিজেও উপস্থিত থাকবেন কন্ট্রোল রুমে। ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জলেরও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে কোথাও যাতে কোনও পানীয় জলের সমস্যা না দেখা দেয়, তার জন্য রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরী বিভাগ থেকে একটি জরুরীকালীন নম্বর চালু করা হয়েছে। পানীয় জল সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী বিভাগ তার মোকাবিলা করতে প্রস্তুত। জনস্বাস্থ্য কারিগরী বিভাগ– এর হেল্পলাইন নম্বর: ০৩৩–২৯৫২০১৬১।
অন্যদিকে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাস্তা সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে তার মোকাবিলা করতে প্রস্তুত রাজ্যের পূর্ত দপ্তর। এর আগেও আমফান, ফণি–র মতো শক্তিশালী ঝড়ের সময় রাজ্য প্রত্যক্ষ করেছে শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়। যার প্রভাবে যানচলাচল ব্যাহত হয়। এমনকি এই ভেঙে পড়া গাছগুলিও রাস্তা থেকে সরানো সময়সাপেক্ষ ব্যাপার। ফলে এইবার এই ধরণের কোনও রকম সমস্যা এড়াতে আগে থেকেই তৎপর রাজ্য। ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের কোনও রাস্তায় কোনওরকম সমস্যা এড়াতে যোগাযোগ করুন– পূর্ত দপ্তর এর হেল্পলাইন নম্বর: ০৩৩–২২১৪–১৮৫৮/ ০৩৩–২২১৪–১৮৫৫।