• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

তৃণমূল যে ‘জঙ্গি সরকার’ তার প্রমাণ দিন, না হলে হাঁটু গেড়ে ক্ষমা চান

শুভেন্দু হুঁশিয়ারি কুণালের

ফাইল চিত্র

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ তুলেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এমনকি তৃণমূল সরকারকে জঙ্গি সরকার বলে নিশানা করেন। এরপরই পাল্টা জবাব দেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বিজেপির কাছে এই অভিযোগের সপক্ষে প্রমাণ দাবি করেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে মমতা বলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। বুধবার ফের একই ইস্যুতে সোচ্চার হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দুর ‘জঙ্গি সরকার’ মন্তব্যের পাল্টা হিসেবে কুণাল বলেন, ‘হয় প্রমাণ দিন। নাহলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান।’

শুভেন্দুর এই ‘জঙ্গি সরকার’ মন্তব্য নিয়ে সরাসরি কুণাল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২৪ ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে অভিযোগ প্রমাণ করুন। নাহলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। বলুন, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। ভবানীপুরের দিকে তাকালেই চোখ ঝলসে যাবে শুভেন্দুর। জামানত বাজেয়াপ্ত হবে।’ প্রসঙ্গত চলতি বাজেট অধিবেশনে অধ্যক্ষের দিকে কাগজ ছোঁড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন তিনি। এরপরই তাঁকে সাসপেন্ড করেন স্পিকার।

খবরে প্রকাশ, এদিন শুভেন্দু বলেছিলেন, ‘এই সরকার আনসারুল্লা বাংলার সরকার। কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার।’ সেই মন্তব্যের পাল্টা হিসেবে মঙ্গলবার মমতার পর বুধবার শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু কুৎসা করছেন। মমতা কী দেননি শুভেন্দুকে? আজ বিজেপিতে গিয়েছে বলে যে রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়েছে, তাঁকেই এভাবে আক্রমণ করছে। এভাবে বলতে বিবেকের দংশনও হয় না!’ এদিন কুণাল শুভেন্দুর নন্দীগ্রামে জেতা নিয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, আগামী নির্বাচনে নন্দীগ্রাম থেকে জিততে পারবেন না শুভেন্দু।