আরজিকর কাণ্ডে ফের রাস্তায় নামতে চলেছেন ‘রাত দখল’-এর আন্দোলনকারীরা। এবার তাঁদের টার্গেট সরাসরি নবান্ন। দীর্ঘ ৬ মাসেও নির্যাতিতার অপরাধীদের নাগাল না পাওয়ায় নতুন করে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। সেজন্য আগামী ১৬ জানুয়ারি তাঁরা রানি রাসমণি রোডে অবস্থান করবেন। এরপর তাঁরা নবান্নে ডেপুটেশন জমা দেবেন বলে জানা গিয়েছে।
এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা নেতা-কর্মীরা অংশগ্রহণ করতে পারেন। তবে তাঁদের দলীয় পতাকা সঙ্গে আনতে পারবেন না। এমনকি তাঁদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারবেন না।
‘রাত দখল’-এর পরিকল্পনা প্রথম যাঁর মাথায় আসে, সেই নেত্রী শতাব্দী দাস জানিয়েছেন, ‘অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৪ আগস্টের ঐতিহাসিক রাত থেকে আমরা মেয়ে, ট্রান্স ও ক্যুয়ার মানুষেরা পথে ছিলাম, আছি, থাকব। আমরা আমাদের দাবি আদায় করতে আগামী ১৬ জানুয়ারি, ২০২৫ রানি রাসমণি রোডে অবস্থান করব ও নবান্নতে ডেপুটেশন জমা দেব। আমরা আবেদন করছি, ওইদিন নবান্ন অভিযানে বাংলার সব মেয়ে-ট্রান্স-ক্যুয়ার মানুষরা আসুক।’
প্রসঙ্গত গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ছয়মাস পূর্ণ হতে চললেও এখনও সুবিচার পাওয়া যায়নি। এই ঘটনার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এখনও চার্জশিট পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেজন্য সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নতুন বছরের শুরুতে সুবিচারের দাবিতে আন্দোলনের পন্থা বদল করতে চলেছে।
এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ‘মিসড কল’ আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। আন্দোলনকে সফল করতে ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে মিসড কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এভাবে আরও একবার নবান্ন আন্দোলনের ডাক দিয়েছেন রাত দখলকারীরা। যদিও সেই আন্দোলনে কতটা সাড়া মিলবে তা সময় এলেই বোঝা যাবে।