• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

কাগজ ছিঁড়ে প্রতিবাদ, বিজেপি বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ

স্পিকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।

নিজস্ব চিত্র

বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। ধর্মীয় স্থান রক্ষা করা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলে প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক। সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের বিধায়করা। নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। প্রথমে নিজেদের আসনে বসার জন্য বিধায়কদের অনুরোধ করেন অধ্যক্ষ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কক্ষ ছেড়ে বের হওয়ার সময় তাঁরা কাগজ ছুঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই কাগজগুলির মধ্যে বিধানসভার কার্যবিবরণীর কাগজও ছিল। তারপরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, মঙ্গলবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না।

স্পিকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। তিনি জানান, স্পিকারের এরকম নির্দেশ ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা। তিনি ঘোষণা করেন, প্রতিদিন বিজেপি বিধায়করা এক দিস্তা করে কাগজ বিধানসভায় নিয়ে যাবেন। প্রয়োজনে সেগুলি ছিঁড়ে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। অধ্যক্ষের বিরুদ্ধে তিনি সংবিধান না মানা সহ বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন।

এ দিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, এই সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে জবাব তলব করেন তিনি৷ ওয়াকআউটের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দুরা।