• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গভীর নিম্নচাপে উত্তাল সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা, সুন্দরবনে প্রচার প্রশাসনের

সংশ্লিষ্ট প্রশাসন মৎস্য দফতর সুন্দরবনের সাগর নামখানা কাকদ্বীপ ফ্রেজারগন্জ পাথরপ্রতিমা গোসাবা কুলতলি সুন্দরবন কোস্টাল থানা এলাকায়।

শনিবার বিকেল থেকেই মাইকে প্রচার শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন মৎস্য দফতর সুন্দরবনের সাগর নামখানা কাকদ্বীপ ফ্রেজারগন্জ পাথরপ্রতিমা গোসাবা কুলতলি সুন্দরবন কোস্টাল থানা এলাকায়।

সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নদী সমুদ্রে কেউ যেন মাছ ধরতে না যায়। সমুদ্র উত্তাল হবে গভীর নিম্নচাপের জেরে। আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

ওয়ারলেস এর মাধ্যমে ইতিমধ্যেই সমুদ্রে ট্রলার নিয়ে যাওয়া মাছ মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেল, বেশ কিছু ট্রলার রবিবার বিকেলে ফিরে এসেছে নামখানা কাদ্বীপ ফ্রেজারগন্জ মৎস্য বন্দরে।

সোমবার বিকেলের মধ্যেই বাকি ট্রলার গুলি ফিরে আসবে গভীর সমুদ্র থেকে জানালেন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা।

রবিবার বিকেলেই ঘন কালো আকাশ মুষলধারে বৃষ্টি নামায় সুন্দরবনের নদীর তীরে বসবাস করা মানুষদের সরিয়ে নেবার কাজ শুরু হয়েছে। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে পারে।

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে যাওয়া মউলিদেরও ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। প্রস্তুত প্রশাসন। সুন্দরবনের মানুষ ঝড় দেখতে অভ্যস্ত।

অনেকেই নিজেদের প্রাণ প্রয়োজনীয় কাগজপত্র বাঁচাতে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন রবিবার সকাল থেকে। সঙ্গে গৃহপালিত পশু।

সোমবার থেকে বৃহস্পতিবার সাবধানে থাকতে হবে সচেতনতার বার্তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের।