কলকাতা, ৭ ফেব্রুয়ারি: বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ। সম্প্রতি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে এমনই একটি পদক্ষেপের আভাস পাওয়া গিয়েছে। এব্যাপারে বিধানসভার অধিবেশনে স্পিকারের ধমক খেলেন বিধায়করা। প্রশ্ন নিয়ে এই ধমক খেতে হল রাজ্যের বিরোধী দলের বিধায়কদের।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিধায়করা প্রশ্ন জমা দিচ্ছেন, অথচ সেই প্রশ্ন অধিবেশনে উত্থাপন করছেন না। মন্ত্রীরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছেন। কিন্তু প্রশ্ন জমা দেওয়া বিধায়করা সময়মতো বিধানসভাতেও আসছেন না। অধ্যক্ষ বলেন, এই ব্যাপারে এবার একটি কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কেউ সময়মতো না এলে ২-৩ দিন তাঁকে আর প্রশ্ন করতে দেওয়া হবে না।
স্পিকারের এই মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। তাহলে কি চলতি বাজেট অধিবেশনে আরও বড় কোনও পদক্ষেপ নিতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়!