• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রধানমন্ত্রী শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা: সায়নী

শাসক দলের যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ভাগ করে নিয়ে তার কটাক্ষ প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা

সায়নী ঘােষ। (Photo: Twitter | @Sayani06) 

সােমবার সকাল থেকেই রাজ্য রাজনীতি তােলপাড় করে দিয়েছে নারদ মামলায় গ্রেফতারি। এই নিয়ে টুইট করেছেন সায়নী ঘােষ। শাসক দলের যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ভাগ করে নিয়ে তার কটাক্ষ প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।

নাম না করে সায়নী আরও বলেন, ‘হেরেও হুঁশ ফেরেনি। বাংলা দখল করার কী মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শাসনের চেষ্টা ২১৩ আসনের ধাক্কায় ধরাশায়ী। এবার রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা? এরপরে হুঁশিয়ারির সুরে অভিনেত্রী লেখেন আমরাও দেখে নেবাে।’