বাড়ল রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২৫ টাকা। অন্যদিকে ভর্তুকিসহ রান্নার গ্যাসের দাম বাড়ল ২৩ পয়সা। কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৬৩ টাকা ৫০ পয়সা।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ক্রমাগত এইভাবে গ্যাসের দাম বৃদ্ধি হতে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের।
শুক্রবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। যারা ভর্তুকি পান তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ২৬২ টাকা ৯৮ পয়সা।
নির্বাচনের পর এভাবে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অনেকে বলেছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।